-
যুব গেমসে ঢাকা বিভাগের ফুটবলের ফাইনালে ঢাকা ও টাঙ্গাইল
January 9th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০৯ জানুয়ারি: যুব গেমসের ঢাকা বিভাগে ফুটবলের ফাইনালে উঠেছে স্বাগতিক ঢাকা জেলা ও টাঙ্গাইল। মঙ্গলবার বিকেএসপির ১নং মাঠে প্রথম সেমিফাইনালে ঢাকা টাইব্রেকারে ৪-৩ গোলে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে পৌঁছে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকা খেলা গড়ায় টাইব্রেকারে। ঢাকা জেলার পক্ষে টাইব্রেকারে গোল করেন ইমন হাসান, সৌরভ, রাজু ও আশিক। আর মানিকগঞ্জের পক্ষে গোল করেন সাগর, মামুন ও শামীম।
একই দিন বিকেএসপির ২নং মাঠে অপর সেমিফাইনালে টাঙ্গাইল ২-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
এর আগে ১নং মাঠে অনুষ্ঠিত খেলায় ঢাকা ২-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে ও ২নং মাঠে টাঙ্গাইল টাইব্রেকারে ৪-২ গোলে ফরিদপুরকে হারিয়ে সেমিতে ওঠে। বুধবার বিকেল ৩টায় বিকেএসপির ১নং মাঠে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ঢাকা জেলা ও টাঙ্গাইল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে