শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
যুব গেমস হকি শুরু
March 11th, 2018ক্রীড়া প্রতিবেদকবিডিস্পোর্টস২৪ডটকমঢাকা, ১১ মার্চ ২০১৮ : মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ রোববার থেকে বাংলাদেশ যুব গেমসের অন্যতম ডিসিপ্লিন হকি শুরু হয়েছে। হকির উদ্বোধনী ম্যাচে তরুণী গ্রুপে ঢাকা বিভাগ ও তরুণ গ্রুপে রাজশাহী বিভাগ জয় পেয়েছে।একসময় নারী হকি ভীষণ সাড়া জাগালেও ফেডারেশন কর্মকর্তা ও জেলা পর্যায়ের সংগঠকদের অভাবে মুখ থুবড়ে পড়েছিল আশা জাগানিয়া এ ডিসিপ্লিনটি। তবে প্রথমবারের মতো আয়োজিত যুব গেমসে পুনরায় প্রাণ ফিরে পেল নারী হকি। যুব গেমসে অংশ নেয়া ৭ টি দলের খেলোয়াড়দের উচ্ছাস তাই প্রমাণ করে। বাহফে যুব গেমস উপলক্ষে তরুণ-তরুণী বিভাগে প্রতিটি ম্যাচের ম্যাচসেরাকে একটি করে হকি স্টিক ও একটি করে বল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দেওয়া হবে হকি স্টিক সেট।ঢাকা বিভাগ ৬-০ ময়মনসিংহ বিভাগহকির উদ্বোধনী ম্যাচে তরুণী বিভাগে ঢাকা বিভাগ জয় পেয়েছে। তারা ৬-০ গোলে হারিয়েছে শক্তিশালী ময়মনসিংহ বিভাগকে। ঢাকার ফারদিয়া আক্তার রাত্রি ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮ ও ১০ মিনিটে জোড়া গোল অধিনায়ক সুমি আক্তার দলকে বড় জয়ের স্বপ্ন দেখান। ৪৪ ও ৪৮ মিনিটে ময়মিনসিংহ শিবিরে ফের জোড়া আঘাত হানেন ঢাকার সনিয়া আক্তার। ৫৮ মিনিটে ময়মনসিংহের জালে সর্বশেষ গোল করেন তারিক আক্তার খুশি। তবেচমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হন ঢাকা বিভাগের ফারদিয়া আক্তার রাত্রি।রাজশাহী বিভাগ ৮-০ খুলনা বিভাগতরুণ গ্রুপে প্রথম পচিশ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত রাজশাহী বিভাগের সাথে তাল মিলিয়ে খেলতে পারেন খুলনা বিভাগ। বিশেষ করে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা কোন গোলই করতে পারেনি। বিপরীতে যতই ম্যাচের সময় গড়াতে থাকে ততই স্কিলের বহিপ্রকাশ ঘটায় রাজশাহীর খেলোয়াড়রা। ফলে গোল উৎসব করেই পদ্মাপাড়ের দলটি ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।প্রথম দিকে কয়েকটি ওপেন নেট মিস করা রাজশাহীর নাসির হোসেন ২৮, ২৯, ৪০ ও ৪৭ মিনিটে একাই করেন চার গোল। এছাড়া ৩৬ মিনিটে তাসিন আলী, ৪২ মিনিটে আশিকুর রহমান, ৫৬ মিনিটে অধিনায়ক সারোয়ার মোরশেদ শাওন ও ৫৮ মিনিটে জিসান উল্লাহ আবীর একটি করে গোল করেন। ম্যাচসেরা হয়েছেন রাজশাহীর সারোয়ার মোরশেদ শাওন।বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ