-
যুব বিশ্বকাপের কোয়ার্টারে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দ. আফ্রিকা
January 17th, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
ক্রাইস্টচার্চ, ১৭ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আজ ক্রাইস্টচার্চে গ্রুপ ‘এ’র ম্যাচে নিউজিল্যান্ড ২৪৩ রানের বিশাল ব্যবধানে কেনিয়াকে পরাজিত করেছে। এর ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
এছাড়া গ্রুপ ‘এ’ থেকে অপর দল দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজ তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে ৭ উইকেটে। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা।
এছাড়া গ্রুপ ‘ডি’ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠেছে আফগানিস্তান। আজ আফগানিস্তান তাদের দ্বিতীয় খেলায় ডি/এল মেথডে ৩২ রানে শ্রীলংকাকে পরাজিত করেছে। ফলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে