-
রংপুর জাতীয় মহিলা হকির সেমিফাইনালে
September 28th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: চতুর্থ জাতীয় মহিলা হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ ‘খ’র দল রংপুর বিভাগ। আজ রংপুর বিভাগ গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় চট্টগ্রাম বিভাগকে ৬-০ গোলে পরাজিত করেছে।
এর ফলে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই গ্রুপ থেকে ঢাকা বিভাগ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমির টিকিট পায়।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় রংপুর বিভাগ চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
রংপুর বিভাগের তাসমিম আক্তার ১৭ ও ৪৭ মিনিটে দুটি এবং সিমু আক্তার ৩৭ ও ৩৯ মিনিটে দুটি করে গোল করেন।
রানী আক্তার ২৫ মিনিটে এবং মুসলিম আক্তার ৫১ মিনিটে একটি করে গোল করেন।
আগামী ৩০ সেপ্টেম্বর রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩.৩০টায় গ্রুপ ‘খ’ চ্যাম্পিয়ন খুলনা বিভাগের বিপক্ষে সেমিফাইনালে লড়বে রংপুর বিভাগ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে