-
রবিন চ্যাম্পিয়ন
January 26th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৬ জানুয়ারি :
হ্যাপি নিউ ইয়ার আন্তর্জাতিক রাপিড দাবা টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন চ্যাম্পিয়ন, মো. আনিসুজ্জামান মল্লিক রানারআপ ও উতেন তৃতীয় স্থান লাভ করেছেন।এদিকে দশ জন ৫ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ থেকে এয়োদশতম হয়েছেন যথাক্রমে আমিনুল ইসলাম, হাসান ইমাম, মঞ্জুর আলম, রফিকুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, এসএম স্বরন, আনোয়ার হোসেন দুলাল, সিদ্দিকুর রহমান ও শেখ রাশেদুল হাসান।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আজ শুক্রবার উত্তরা আইডিয়াল কলেজে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত এ আসরে দিনব্যাপী ৬৩জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ