শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
রাগবি ফেডারেশনের নতুন সভাপতি মহিউদ্দিন
August 19th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ আগস্ট: জাতীয় ক্রীড়া পরিষদ আইন – ২০১৮-এর ২২ ধারার ক্ষমতাবলে এফবিসিসিআই ও বিজেএমইএ-এর সাবেক সভাপতি জনাব মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিনকে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সভাপতি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গতকাল রাতে বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) পক্ষ থেকে বলা হয়, আমরা আশা করি, এফবিসিসি আই ও বিজেএমই-এর মতোই বাংলাদেশে রাগবির উন্নয়নে তিনি নিবেদিতপ্রাণ হয়ে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ রাগবিকে অনন্য উচ্চতায় পৌছে দিতে ভূমিকা রাখবেন। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে