-
রাঙ্গামাটিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
March 1st, 2018মো. হান্নান, রাঙ্গামাটি থেকে
রাঙ্গামাটি, ১ মার্চ ২০১৮ : জেলার তৃনমুল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।কুমার সমিত রায় জিমনেসিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. শফিকুল ইসলাম মুন্না, প্রীতম রায়, সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, যুগ্ম সম্পাদক কিংশুক চাকমাসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে এককে কল্যান চাকমা ২-১ সেটে রিটন চাকমাকে পরাজিত করে। টুর্নামেন্টের ৬টি বিভাগে ১৩৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ