-
রাঙ্গামাটিতে স্বাধীনতা কাপ টি-টুয়েন্টি ক্রিকেট শুরু
March 13th, 2018মো. হান্নান, রাঙ্গামাটি থেকে
রাঙ্গামাটি, ১৩ মার্চ: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটিতে স্বাধীনতা কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সংগঠন জহির স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে শুভ সুচনা করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তারা পাওয়ার হিটার্স ক্রিকেট ক্লাবকে ৪৩ রানে পরাজিত করে। এদিন টস জিতে ভিক্টোরিয়া নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ৩০ ও জয়নাল ২২ রান করেন।
জবাবে পাওয়ার হিটার্স ১০ ওভারে ৬৫ রান তুলতেই অলআউট হয়ে যায়। খেলায় ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের রাজীব দাশ।
প্রধান অতিথির ভাষণে মো. মুছা মাতব্বর বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। রাঙ্গামাটিকে মাদকমুক্ত করার লক্ষে আরো বেশি বেশি বিনোদন ও ক্রীড়ার ব্যবস্থা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলুর করিম ফজল, স্থানীয় যুবলীগ সেক্রেটারি নুর মোহাম্মদ কাজল, ক্রীড়া সংগঠক শফিউল আজম প্রমুখ।
টুর্নামেন্টে জেলা শহরের ২০টি ক্লাব অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেলে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে