-
রাজশাহীর আধিপত্যে শেষ হলো কারাতে
March 12th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১২ মার্চ ২০১৮: রাজশাহী বিভাগের আধিপত্যের মধ্য দিয়ে বাংলাদেশ যুব গেমসের কারাতে ডিসিপ্লিন শেষ হয়েছে। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জয় করে দলগত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।দ্বিতীয় স্থান অর্জনকারী চট্টগ্রাম বিভাগ জিতেছে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক।
তবে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদকসহ মোট ৬টি পদক জিতে খুলনা বিভাগ তৃতীয় হয়েছে।
চতুর্থ স্থান অর্জন করা সিলেট বিভাগের ঝুলিতে গেছে ১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
পঞ্চম স্থান অধিকারী রংপুর বিভাগ জিতেছে ১টি স্বর্ণ ও ৫টি বোঞ্জসহ মোট ৬টি পদক। ১টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জসহ ৫টি পদক জিতে বরিশাল বিভাগ অর্জন করেছে ষষ্ঠস্থান।
৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতে সপ্তম হয়েছে ঢাকা বিভাগ। আর মাত্র দুটি ব্রোঞ্জপদক জিতে ময়মনসিংহ বিভাগ অর্জন করেছে অষ্টম স্থান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ