-
রাজাপাকশের ফিফটিতে ১৮২ রান সংগ্রহ শ্রীলংকার
October 7th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লাহোর, ৭ অক্টোবর: মিডল অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশের ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের বড় স্কোর গড়েছে সফরকারী শ্রীলংকা। ফলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৮৩ রান।
ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকশে পাকিস্তানি বোলারদের তোয়াক্কা না করে চার-ছক্কার বাহারি শটে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই প্রথম ফিফটির দেখা পান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকে। ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৭ রান করে আউট হন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে সেহান জয়সুরিয়ার ব্যাট থেকে। ২৮ বলে ৪টি চারের সাহায্যে ৩৪ রান করেন তিনি। এছাড়া ওপেনার গুনাথিলাকা ১০ বলে ১৫ রান করে আউট হন।
অধিনায়ক দাসুন সানাকা ১৫ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানি বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ ও সাদাব খান একটি করে উইকেট নেন। বাকি তিনটিই ছিলো রান আউট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে