-
রাত পোহালেই বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচ
July 1st, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
এজবাস্টন, বার্মিংহাম : ১ জুলাই ২০১৯আইসিসি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ ও ভারত আগামীকাল মঙ্গলবার একে অপরের মুখোমুখি হচ্ছে।ইংল্যান্ডের এজবাস্টন বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলাটি মাঠে গড়াবে। এ আসরের এটি ৪০তম ম্যাচ। গ্রুপ পর্বে উভয় দলের অষ্টম ম্যাচ।
বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয় ২০০৭ আসরে। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে পরাজিত করে বড় বিস্ময়ের জন্ম দেয় বাংলাদেশ।এ পরাজয়ের কারণে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এরপর দুই দল পরস্পরের মুখোমুখি হয় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। এ দুই ম্যাচেই অবশ্য বড় জয় পায় ভারত।বাসস।
এবার বিশ্বকাপে দুই দলের গুরুত্বপূর্ণ পরিস্যংখ্যান
অতীত ফলাফল :
২০০৭- বাংলাদেশ ৫ উইকেট জয়ী, ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা।
২০১১-ভারত ৮৭ রানে জয়ী, ম্যাচ সেরা বিরেন্দার শেবাগ।
২০১৫- ভারত ১০৯ রানে জয়ী, ম্যাচ সেরা রোহিত শর্মা।ব্যাটিং পারফরমেন্স :
৩৭০/৪ ২০১১ বিশ্বকাপে ভারতের সংগ্রহ। বিশ্বকাপ মঞ্চে ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
১৯১ রানে ভারত অলআউট ২০০৭ বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর।
১৭৭ বিরেন্দার শেবাগের রান। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান সংখ্যা।
১৭৫ ২০১১ আসরে বিরেন্দার শেবাগের রান সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন এক ইনিংসে কোন খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
৩ সেঞ্চুরি : বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে সেঞ্চুরি সংখ্যা। তিনটি সেঞ্চুরি মালিক হলেন বিরেন্দার শেবাগ( ১৭৫, ২০১১ আসর), বিরাট কোহলি (১০০, ২০১১ আসর) এবং রোহিত শর্মা (১৩৭, ২০১৫ আসর)।
৭ হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে হাফ সেঞ্চুরির সংখ্যা।বোলিং পারফরমেন্স :
৬ সর্বোচ্চ উইকেট সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে একজন বোলার হিসেবে মুনাফ প্যাটেল সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।
৪/৩৮ সেরা বোরিং ফিগার। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে কোন বোলারের সেরা বোলিং ফিগার। ২০০৭ আসরে যে রেকর্ড গড়েন বাংরাদেশের মাশরাফি।
উইকেট কিপিং পারফরমেন্স :
৮ সর্বোচ্চ ডিসমিজাল। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে সবর্ােচ্চ এ ডিসমিজালের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
৪ এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিজাল সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ২০১৫ আসনে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ এ ডিসমিজালের রেকর্ড গড়েন ধোনি।ফিল্ডিং পারফরমেন্স :
২ ক্যাচ। বিশ্বকাপে বাংরাদেশ-ভারত ম্যাচে টাইগার দলের আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ এবং টিম ইন্ডিয়ার রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামির রয়েছে সর্বোচ্চ দুটি ক্যাচ নেয়ার এ রেকর্ড।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ