-
রানী হামিদ চ্যাম্পিয়ন
March 8th, 2018ক্রীড়া প্রতিবেদক,
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৮ মার্চ ২০১৮ : তিতাস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ শমসের আলী তৃতীয় ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একই পয়েন্ট পেয়ে মহিলা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলী রানারআপ হয়েছেন। রানী হামিদ ও বাবলীর অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়।
এদিকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে লিওনাইন চেস ক্লাবের মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা তৃতীয়, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম চতুর্থ ও সামিহা চৌধুরী পঞ্চম স্থান লাভ করেন।
অপরদিকে সাড়ে চার পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ষষ্ঠ হতে অষ্টম হয়েছেন যথাক্রমে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলের মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ ও মহিলা দাবা সমিতির জান্নাতুল ফেরদৌস।
বিশেষ পুরস্কার : অনূর্ধ্ব-১০ বিভাগে আহমেদ ওয়াদিফা, অনূর্ধ্ব-১৪ বিভাগে মুশফিকা জান্নাত সাওরী, অনূর্ধ্ব-১৮ বিভাগে কাজী জারিন তাসনিম, উর্ধ্ব-৫০ বিভাগে জাহানারা হক রুনু এবং ননরেটেড সিমন আহমেদ।
আজ ৮ মার্চ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে সপ্তম বা শেষ রাউন্ডে রানী হামিদ বাবলীকে ও সামিহা ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন। ইভা নোশিনের সাথে, জাকিয়া সাওরীর সাথে ও ওয়ালিজা জান্নাতের সাথে ড্র করেন।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মহিলা দাবা সমিতির সভানেত্রী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও মহিলা দাবা সমিতির হামিদা মাহমুদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে ৭ রাউন্ডে সুইসলিগ পদ্ধতির এ আসরে ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ পঁয়ষট্টি হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ