শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
রাশিয়ায় যাবে খুদে এক ফুটবলার
March 4th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৪ মার্চ ২০১৮ : ফুটবল ফর ফ্রেন্ডশিপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একজন ১২ বছর বয়সী ফুটবলারকে রাশিয়ায় পাঠাবে।তাই দেশব্যাপী ১জন ১২ বছর বয়সী বালক অথবা বালিকা ফুটবল খেলোয়াড় বাছাইয়ের জন্য আগামী ১২ মার্চ ঢাকায় বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে।
ট্রায়ালে আগ্রহী খুদে খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য বাফুফে কোচিং ডাইরেক্টর বি এ জোবায়ের নিপুর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যাদের জন্ম ১৬ জুন ২০০৫ হতে ১৬ মে ২০০৬ কেবলমাত্র সেসব বালক অথবা বালিকা খেলোয়াড়গণই অংশগ্রহণ করতে পারবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ