-
রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ
July 3rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৪ জুলাই: রাশিয়া বিশ্বকাপে গতকাল রাতে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। এরফলে ৩২টি দেশ থেকে বিশ্বকাপ জয়ের দৌঁড়ে টিকে রয়েছে দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়া আটটি দল।
এই আটটি দল হচ্ছে- ফ্রান্স, উরুগুয়ে, রাশিয়া, ক্রোয়েশিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন এবং ইংল্যান্ড।
৪ ও ৫ জুলাই বিশ্বকাপ ফুটবলের কোনো খেলা নেই। আগামী ৬ ও ৭ জুলাই দু’টি করে কোয়ার্টার ফাইনালের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চার কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল আগামী ১০ ও ১১ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে।
এবার জেনে নেয়া যাক সেমিফাইনালে লাইনআপ।
সেমিফাইনালের লাইনআপ
১০ জুলাই, ২০১৮ মঙ্গলবার
ফ্রান্স/উরুগুয়ে–ব্রাজিল/বেলজিয়াম, রাত ১২.০০টা, সেন্ট পিটার্সবার্গ১১ জুলাই, ২০১৮ বুধবার
সুইডেন/ইংল্যান্ড–রাশিয়া/ক্রোয়েশিয়া, রাত ১২.০০টা, মস্কোবিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে