-
রায়নার পর আইপিএল থেকে সরে গেলেন হরভজনও
September 4th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: সুরেশ রায়নার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরুর আগেই নিজেকে সরিয়ে নিলেন চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিংহ। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আইপিএলের ত্রয়োদশ আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন। একই কারণে আইপিএল থেকে সরে যান সুরেশ রায়নাও।
মরুরদেশের উদ্দেশ্যে চেন্নাই যখন ভারত ছাড়ে, তখন দলের সাথে ছিলেন না হরভজন। জানানো হয়েছিলো, আগস্টের শেষ সপ্তাহে দলের সাথে যোগ দিবেন তিনি।
কিন্তু দলের সাথে যোগ না দিয়ে আইপিএলের ত্রয়োদশ আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন। ভারতীয় সংবাদ মাধ্যমকে ক্লাবের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। তারা জানায়, আসন্ন আসরে খেলবেন না হরভজন।
গেল সপ্তাহে দুবাইয়ে চেন্নাইয়ে খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় চেন্নাইয়ে ১৩ জন খেলোয়াড়-স্টাফ-অফিসিয়ালদের করোনা পজিটিভ আসে। ঐ খবর চাউর হবার পর ‘ব্যক্তিগত কারণে’ আইপিএল থেকে সরে দাড়ান রায়না। এবার সরলেন হরভজন। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে