-
রেনেসের কাছে পিএসজির হার
August 19th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
রোজন পার্ক, ১৯ আগস্ট : লিগের প্রথম ম্যাচেও ছিলেন না নেইমার। লিগ ওয়ানের প্রথম ম্যাচে তাকে ছাড়া প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে পিএসজি। নিমকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
১৮ আগস্ট রোববার রাতে রেনেসের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে নেইমারবিহীন টমাস টুখেলের দল।
ম্যাচের ৩৬তম মিনিটে ডি সিলভার বাড়ানো বল থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এডিনসন কাভানি (১-০)। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ৮ মিনিট পরই অর্থাৎ ৪৪ মিনিটে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতা আনে রেনেস (১-১)।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘোমাঁ দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় রেনেস (২-১)। ৪৮ মিনিটে রেনেস এগিয়ে যাওয়ার পর বাকি সময় পিএসজি গোল শোধ করতে না পারায় রেনেসের কাছে ২-১ গোলে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।
গত এপ্রিলেও ফরাসি কাপের ফাইনালে রেনেসের কাছে হেরেছিলো পিএসজি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে