-
রোনালদোর অনন্য কীর্তি
April 4th, 2018মো. সেলিম রেজা, বিডিস্পোর্টস ২৪ডটকম
পর্তুগালের তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তি গড়েছেন।ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা আসরে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করে নয়া ইতিহাস সৃস্টি করেছেন। এ দশ ম্যাচে তিনি করেছেন ১৬ গোল।
রোনালদো পেছনে ফেলে দিয়েছেন রুড ফন নিস্টলরয়ের টানা নয় ম্যাচে ১২ গোল করার রেকর্ড। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ ডাচ ফরোয়ার্ড এ কীর্তিটি গড়েছিলেন।
শুধু তাই নয়, রোনালদো মঙ্গলবার রাতে এলিয়াঞ্জা স্টেডিয়ামে স্বাগতিক জুভেন্টাসের জালে মাঠে বল গড়ানোর মাত্র ২ মিনিট ৪৭ সেকেন্ডের সময় ইস্কোর পাসে গোল করে আরেকটি রেকর্ড গড়ার কৃতিত্ব দেখান। ১১৮ চ্যাম্পিয়ন্স লিগ গোলের মধ্যে এটাই দ্রুততম গোল।
এমন কী, ৬৩ মিনিটে দানি কারভাহালের ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ।
জুভেন্টাসের বিপক্ষে ৬ ম্যাচে টানা গোল করারও তার কৃতিত্ব রয়েছে। রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে এ নিয়ে ৬৪৮টি গোল করেছেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ