-
রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল
July 6th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৬ জুলাই: বিশ্বকাপ মিশন শেষে ৭ জুলাই রোববার বিকেলে ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ক্রিকেটাররা। দেশে ফেরার জন্য আজ শনিবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া ১০টায় এমিরেটসের ফ্লাইটে চড়বে বাংলাদেশ দল।
গত ১ মে প্রায় আড়াই মাসের সফরে দেশ ছেড়েছিল টাইগাররা। শুরুতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। আয়ারল্যান্ডে নিজেদের ইতিহাসে প্রথমবার ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের ইতিহাস গড়ে মাশরাফি বিন মর্তুজার র দল। বহুজাতিক টুর্নামেন্টে ছয়টি ফাইনাল হারের পর সপ্তম মিশনে ট্রফি জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
অনেক স্বপ্নের বিশ্বকাপেও দারুণ শুরু পেয়েছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত শুরুটা সেমিফাইনালের স্বপ্নকে আরও জোরালো করেছিল। কিন্তু তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ডের কাছে হার, শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়টা আবারও সেমির দৌড়ে ফিরিয়েছিল বাংলাদেশকে। যদিও শেষদিকে ভারত, পাকিস্তানের কাছে হেরে যায় মাশরাফি বাহিনী। সেমির স্বপ্নটা ফিকে হয়ে যায়। অতীতের মতোই বিশ্বকাপে তিন জয় নিয়ে দেশে ফিরছে টাইগাররা।
টুর্নামেন্ট জুড়ে বোলিং, ফিল্ডিংয়ে নাজেহাল ছিল বাংলাদেশ। ব্যাটিংটাই ছিল আশার আলো। তবে বাংলাদেশ দল হিসেবে খারাপ করলেও সাকিব আল হাসান ছিলেন এই টুর্নামেন্টে দুর্দান্ত। অনন্য পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ৮ ম্যাচে দুই সেঞ্চুরি, পাঁচ ফিফটিতে তার মোট রান ৬০৬। এখন অবধি এ আসরে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে