-
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন এনামুল-তাইজুল
July 16th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৬ জুলাই: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ওপেনার এনামুল হক ও স্পিনার তাইজুল ইসলাম।
বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের মধ্যে থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। পবিত্র হজ পালনের জন্য দলে নেই সাকিব। অপরদিকে বিয়ের কারণে দলে রাখা হয়নি লিটন দাসকে।
শ্রীলংকার উদ্দেশ্যে দেশত্যাগের আগে আগামী ১৭-২০ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তিনদিনের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। আগামী ২০ জুলাই কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আগামি ২৬ জুলােই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে হবে বাংলাদেশ-শ্রীলংকা। এরপর ২৮ ও ৩১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে লড়বে দুই দল। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।
১৪ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম, মাহামুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে