-
লালমনিরহাট জেলা সেমিফাইনালে
July 22nd, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২২ জুলাই: বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপে থাকা লালমনিরহাট জেলা। লালমনিরহাট নিজেদের প্রথম খেলায় ৭-০ গোলে গোপালগঞ্জের বিপক্ষে জয় পায়। এরপর আজ নিজেদের দ্বিতীয় খেলায় রাঙামাটি জেলাকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। ফলে ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লালমনিরহাট।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় খেলায় লালমনিরহাট জেলা লিজা আক্তারের ডাবল হ্যাটট্রিকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে রাঙামাটি জেলাকে। লিজা আক্তার ডাবল হ্যাটট্রিকসহ একাই করেন সাত গোল। এছাড়া অপর ফুটবলার মোনাকি তিন গোল করে হ্যাটট্রিক করেন।
একই মাঠে দিনের প্রথম খেলায় গোপালগঞ্জ জেলা ১-০ গোলে পরাজিত করেছে ময়মনসিংহ জেলাকে। বিজয়ী দলের বিলকিস আক্তার ২০ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে