-
লাল-সবুজ পতাকার জন্য কিছু করার আহ্বান মাশরাফির
September 30th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর: এশিয়া কাপ শেষে গতকাল ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইনালে ভারতের কাছে শেষ বল পর্যন্ত লড়াই করে ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। তাই তৃতীয় ও টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপে রানার্স-আপ হয়েই সন্তস্ট থাকতে হয় টাইগারদের। এশিয়া কাপ নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন ম্যাশ।
তিনি লিখেন, ‘নাহ! এবার হলো না। আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। তখন মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙ্গা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে।
আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি এনে দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো, সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমূল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল-সবুজের পতাকাটার জন্য।
আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি। আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।’ বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে