-
লিটন ও সৌম্যর ঝড়ো ফিফটিতে ২০০ রান সংগ্রহ টাইগারদের
March 9th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ মার্চ: ওপেনার লিটন দাস ও মিডল অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের ঝড়ো ফিফটি সেইসাথে তামিম ইকবালের ৩৩ বলে ৪১ রানের ওপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে ২০০ রান করেছে বাংলাদেশ। এতে করে জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২০১ রান।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করে। তামিম ইকবাল ও লিটন দা্স ১০.২ ওভার মোকাবেলায় ওই রান সংগ্রহ করেন। তামিম ইকবাল ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করে আউট হলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর ১০৬ রানে বিদায় নেন অপর ওপেনার লিটন দাস। ৩৯ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেন লিটন দাস।
তৃতীয় উইকেটে সৌম্য সরকার ও মুশফিকুর রহীম ৪০ রানের পার্টনারশিপ গড়েন। মুশফিকুর রহীম ৮ বলে ২ ছক্কায় করেন ১৭ রান।
চতুর্থ উইকেটে সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ২৫ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়লে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০/৩। সৌম্য সরকার ক্যারিয়ারসেরা ব্যাটিং প্রদর্শন করেন আজ। ৩২ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন সৌম্য। এদিন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান সৌম্য। অধিনায়ক মাহমুদুল্লাহ ৯ বলে ১টি চারের সাহায্যে অপরাজিত থাকেন ১৪ রানে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সিকান্দার রাজা, এম পফু ও মাধিভেরি একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে