-
লুকাকোর জোড়া গোলে জয়ের ধারায় ম্যান ইউ
September 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২ সেপ্টেম্বর: বেলজিয়ামের স্ট্রাইকার রুমেলু লুকাকোর জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন এবং টটেনহ্যাম হটসপারের কাছে গত দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে পড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
আজ নিজেদের চতুর্থ ম্যাচে লুকাকোর অসাধারণ দুই গোলে বার্নলের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে ম্যান ইউ। প্রথমার্ধেই গোল দুটি করেন লুকাকো।
২৭ মিনিটে সানচেজের ক্রস থেকে দর্শনীয় হেডে বার্নলের জালে বল পাঠান লুকাকো (১-০)।
৪৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন রুমেলু লুকাকো। সেইসাথে ২-০তে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
এ ম্যাচ জয়ের ফলে ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ম স্থানে রয়েছে ম্যান ইউ। অপরদিকে সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে বার্নলে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে