-
লুক রঞ্চির নৈপুণ্যে ফাইনালে ইসলামাবাদ
March 19th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৯ মার্চ: ওপেনার লুক রঞ্চির অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের ফাইনালে ওঠেছে ইসলামাবাদ ইউনাইটেড। আজ প্রথম কোয়ালিফায়ার্সে ইসলামাবাদ ৮ উইকেটে পরাজিত করেছে করাচি কিংসকে। এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে ওঠলো প্রথম আসরের শিরোপাধারীরা।
করাচি কিংস-এর করা ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার লুক রঞ্চির মারমুখী ব্যাটিংয়ে ৪৫ বল বাকি থাকতেই ২ উইকেটে ১৫৫ রান স্কোরবোর্ডে জমা করলে ৮ উইকেটে জিতে যায় ইসলামাবাদ। ইসলামাবাদের ওপেনার লুক রঞ্চি মাত্র ৩৯ বলে ১২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাহিবজাদা ফারহান ২৯ ও আন্দ্রে হলস ১৪ রান করে আউট হন। সামিট প্যাটেল ১৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রাম ও ডেনলির অর্ধশত রানের ওপর ভর করে করাচি কিংস ৪ উইকেটে ১৫৪ রান করতে সক্ষম হয়। ইনগ্রাম ৩৯ বলে ৬৮, ডেনলি ৫১ ও অধিনায়ক মরগান ২১ রান করেন।
ইসলামাবাদের বোলার মোহাম্মদ সামি ২০ রান খরচায় নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার লুক রঞ্চি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে