-
শনিবার পাবনায় বসছে জাতীয় ব্যাডমিন্টনের আসর
January 26th, 2018সুজা উদ্দিন, পাবনা থেকে
বিডিস্পোর্টস২৪ ডটকম
পাবনা, ২৬ জানুয়ারি: জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসর শুরু হচ্ছে শনিবার। ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফি.ম. সামছুল আরেফিন স্মৃতি স্মরণে এ আসর বসছে পাবনায়।
পাবনা জেলা ক্রীড়া সংন্থার কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান ৬টি বিভাগ, ৪৫টি জেলা, ১টি শিক্ষাবোর্ড, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৪টি সংস্থাসহ মোট ৫৯টি ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।
গত আসরের তিন ইভেন্টে চ্যাস্পিয়ন (ত্রি-মুকুট) শাপলা আক্তারসহ ২৪৫ জন পুরুষ ৪৫ জন মহিলা শাটলার জমাবেন এ আসর। তবে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন আইমান ইবনে জামানকে দেখা যাবে না এ আসরে। ফেডারেশনের প্রতি ক্ষুব্ধ হয়ে অভিমানে অংশ নিচ্ছেন না বলে জানান ২০১৪ ও ২০১৬ সালে পর পর জাতীয় এককে চ্যাম্পিয়ন তরুণ এ কৃতি শাটলার।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা ও স্কয়ার টয়লেট্রিজ-এর ডিরেক্টর প্ল্যান আব্দুল খালেক।
প্রায় ২৪ লাখ টাকা বাজেটের এ আসরে প্রাইজমানি থাকছে মাত্র ২ লাখ ৫২ হাজার টাকা। একক স্পন্সর করছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড।
শনিবার সকালে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব ও ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের ফি.ম. সামসুল আরেফিন জিমন্যাসিয়ামে ৫ দিনব্যাপী চলবে এ আসর। মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশন।
পাবনায় এবার তৃতীয়বারের মত ব্যাডমিন্টনের জাতীয় আসর হচ্ছে। এর আগে ১৯৯৭ ও ২০০০ সালে হয়েছিল সফলভাবে। এবারও সফল আয়োজনের প্রত্যাশার কথা জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে