-
শমসের আলী আন্তর্জাতিক দাবা : শীর্ষে ৭জন
March 4th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৩ মার্চ ২০১৮ : শমসের আলী তৃতীয় ফিদে আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় নিয়ে ৭জন খেলোয়াড় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।তারা হলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলী, জাহানারা হক রুনু, জান্নাতুল ফেরদৌস ও আহমেদ ওয়ালিজা।
আজ ৩ মার্চ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে রোমানা ফেরদৌস জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিনের সাথে ড্র করেছেন।
তবে রানী হামিদ কাজী জারিন তাসনিমকে, ইভা ঠাকুর জানিয়া হককে, জাকিয়া সাদিয়া আফরিন সামিয়াকে, বাবলী সাবিকুন নাহার তনিমাকে, রুনু নুশরাত জাহান আলোকে, জান্নাত নুশরাত জাহান মনিকে, ওয়ালিজা নাহিদা ইসলামকে ও নোশিন আঞ্জুম ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন।
আগামীকাল রোববার বিকেল সাড়ে তিনটায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ