-
শমসের আলী আন্তর্জাতিক মহিলা দাবা অাজ শুরু
March 1st, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ২ মার্চ ২০১৮ : শমসের আলী তৃতীয় আন্তর্জাতিক মহিলা দাবা প্রতিযোগিতা অাজ ২ মার্চ শুক্রবার থেকে হচ্ছে। এ আসরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা, বিভাগ, বিভিন্ন সার্ভিসেস সংস্থা, ক্লাব ও সংগঠনের দাবাড়ুরা অংশগ্রহণ করবেন।অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে অাজ শুক্রবার খেলা শুরু পূর্বে খেলার কক্ষে নাম জমা দিয়ে খেলার সুযোগ পাচ্ছেন।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি র্যপিড একশন ব্যাটালিয়ান-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. এমরানুল হাসান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. সারোয়ার, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ পঁয়ষট্টি হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ