-
শর্ট-এর শতরানে হোবার্ট হারিকেন্সের জয়
January 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ব্রিসবেন, ১০ জানুয়ারি: উদ্বোধনী ব্যাটসম্যান শর্ট-এর হার না মানা ১২২ রানের ওপর ভর করে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৩ রানে ব্রিসবেন হিটকে হারিয়েছে হোবার্ট হারিকেন্স।
আজ ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্স উদ্বোধনী ব্যাটসম্যান শর্ট-এর হার না মানা ১২২ রানের কল্যাণে ৪ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। শর্ট-এর ৬৯ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৮টি ছক্কার মার রয়েছে।
এছাড়া ম্যাকডারমট ১৯ ও ম্যাথু ওয়েড ১৬ রান করে আউট হন।
ব্রিসবেন হিট-এর দুই বোলার স্টিকিটি ও বেন কাটিং দুটি করে উইকেট নেন।
১৮০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৭৬ রানে ব্রিসবেন হিটের ইনিংস থেমে গেলে ৩ রানে জিতে যায় হোবার্ট হারিকেন্স। ব্রিসবেন হিটের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন হিজলেট। এছাড়া ম্যাককালাম ৩৩, অ্যালেক্স রস ২৭ ও স্টিকিটি ১৩ রান করে আউট হন। পিয়ারসন ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
হোবার্ট হারিকেন্স-এর ক্যামেরন বয়েস দুটি এবং শর্ট, ক্রিশ্চিয়ান ও আর্চার একটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের ওপেনার শর্ট।
এ ম্যাচ জয়ের ফলে ৬ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে হোবার্ট হারিকেন্স। ৭ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নিট রান রেটে এগিয়ে থাকায় ব্রিসবেন হিট চতুর্থ স্থানে রয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে