-
শাহীন চেস ক্লাবই শীর্ষে
September 18th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর: দ্বিতীয় বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ডের খেলা শেষে শাহীন চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস চেস ক্লাব দ্বিতীয় স্থানে ও ১০ পয়েন্ট করে নিয়ে লার্নিং চেস ক্লাব ও মাসুদ স্পোর্টস চেস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।
৯ পয়েন্ট করে নিয়ে এদের পরেই রয়েছে বাংলাদেশ পুলিশ, ঢাকা চেস ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি রেড ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-ধানমন্ডি।
সপ্তম রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে লার্নিং চেস ক্লাবকে, ঢাকা নাইটস চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে গোয়ালন্দ দাবা ক্লাবকে, মাসুদ স্পোর্টস চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা চেস ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-ধানমন্ডি ২.৫-১.৫ গেম পয়েন্টে জাহাঙ্গীরনগর চেস ক্লাবকে, ব্র্যাক ইউনিভার্সিটি-রেড ২.৫-১.৫ গেম পয়েন্টে আব্দুস সাত্তার মেমোরিয়াল চেস ক্লাবকে, ৬৪ স্কোয়ার চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে দেবনএয়ার চেস ক্লাবকে, ক্রিসেন্ট ক্লাব ৪-০ গেম পয়েন্টে ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাব- হোয়াইটকে,চেস ক্লাব অব ডিআইইউ ২.৫-১.৫ ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাব-ব্লাককে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-লায়ন ২.৫-০.৫ গেম পয়েন্টে ব্র্যাক ইউনিভার্সিটি-গ্রিনকে, ক্যাসপারভ চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, মহিলা দাবা সমিতি ৩-১ গেম পয়েন্টে ব্র্যাক ইউনিভার্সিটি-ব্লুকে, সোনারগাঁও চেস ক্লাব-এ ৪-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-টাইগারকে পরাজিত করে।
বাংলাদেশ পুলিশ ২-২ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-উত্তরার সাথে, আসাদ চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে পিন চেস পাওয়ারের সাথে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-গ্রিন ২-২ গেম পয়েন্টে ব্র্যাক ইউনিভার্সিটি-ফিমেলের সাথে ড্র করে।
অষ্টম ও শেষ রাউন্ডের খেলা আগামীকাল বুধবার সকাল ১১টা হতে একই স্থানে শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে