-
শিরোপার পথে খুলনার ইয়ং ব্রাদার্স
January 5th, 2018আনওয়ার আহমেদ মুন, বিভাগীয় প্রতিনিধি, বিডিস্পোর্টস২৪ডটকম
খুলনা, ০৪ জানুয়ারি ’১৮ : খুলনা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোরে টানা দুই জয় নিয়ে ইয়ং ব্রাদার্স ইউনিয়ন শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।আজ বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজ মাঠে ইয়ং ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে বিকেএসপি খুলনাকে পরাজিত করে। জয়সুচক গোল করেন মাসুম। ম্যাচ পরিচালনা করেন বাশির আহমেদ লালু, আলি আকবর, নাজমুল হোসেন ও মনির শেখ।
এদিকে সুপার ফোরের অপর ম্যাচে ইয়ং মুসলিম স্পোটিং ক্লাব ও নিউ একতা ক্লাব কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়। নিউ একতা ক্লাবের সোহাগ ও ইয়ং মুসলিমের রাজু সানা গোল করেন। এ ম্যাচটি পরিচালনা করেন আব্দুর রহমান ঢালী, কামাল হোসেন, মোক্তার হোসেন মিঠু ও আকিভ জাভেদ। উভয় খেলার ম্যাচ অফিসিয়াল ছিলেন রেফারী নৃপেন রায়।
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সুপার ফোরের ২ ম্যাচ শেষে ইয়ং ব্রাদার্স ইউনিয়ন ৪, ইয়ং মুসলিম ২, নিউ একতা ২ ও বিকেএসপি ১ পয়েন্ট সংগ্রহ করেছে।
আগামীকাল শুক্রবার রেলিগেশন লিগে বিকেল তিনটায় একমাত্র ম্যাচে ইন্টার মিলান ক্লাব ও আবুল কাশেম স্মৃতি সংসদ একে অপরের সাথে মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ