-
শৃঙ্খলা ভঙ্গের দায়ে আকমলকে জরিমানা
April 3rd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লাহোর, ২ মার্চ: দু’বছর পর জাতীয় দলে ফিরছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তেমন একটা পারফরম্যান্স করতে না পারলেও নতুন করে বিতর্ক বাঁধিয়ে বসেছেন ২৮ বছর বয়সি পাক উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল৷ যার জেরে শাস্তির মুখেও পড়তে হয়েছে তাকে৷
আসলে, বিতর্ক থেকে দূরে থাকতে পারেন না আকমল৷ ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের স্কোয়াডে ছিলেন আকমল৷ তবে ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানো হয় তাকে৷ পরে জাতীয় কোচ মিকি আর্থারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বোর্ডের রোষের শিকার হন তিনি৷ সরফরাজ আহমেদ বিশ্রাম নেওয়ায় মাঝে দু’বছরের দীর্ঘ ব্যবধান কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কাম ব্যাক করেন আকমল৷ সেখানেও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক৷
দুবাইয়ে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডে’র আগে কাউকে কিছু না জানিয়ে রাতে হোটেল ছেড়ে বেরিয়ে যান আকমল৷ ফেরেন ভোরে৷ বিষয়টা পিসিবি’র শৃঙ্খলারক্ষা কমিটির নজর এড়ায়নি৷ সরকারিভাবে সতর্ক করা ছাড়াও আকমলকে জরিমানা করে পাক বোর্ড৷ তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি৷
আকমল অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন বোর্ডের কাছে৷ বরফ গলেছে তাতেই৷ পিসিবি’র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেন, ‘আকমল নিজের ভুল বুঝতে পেরে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় আমরা খুশি৷ পিসিবি ক্রিকেটারদের কাছে থেকে চূড়ান্ত পেশাদারিত্ব দেখতে চায়৷ আকমলের অপেশাদারী আচরণকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না বোর্ড৷’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে যথাক্রমে ৪৮, ১৬, ৩৬, ৭ ও ৪৩ রান সংগ্রহ করেন আকমল৷ পাকিস্তান পাঁচ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়ার কাছে৷
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে