-
শেখ জামালকে জিততে দেয়নি মোহামেডান
January 17th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৭ জানুয়ারি: স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ ‘এ’র ম্যাচে আজ মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও শেখ জামাল জয় লাভে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে মোহামেডান গোল পরিশোধ করে শেখ জামালকে জিততে দেয়নি মোহামেডান। ১-১ গোলে ম্যাচটি ড্র হলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় তারা।
খেলার শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে দুই দল। ১৩ মিনিটে প্রথমে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে শেখ জামাল। এ সময় ডি বক্সের সামান্য বাইরে ফাঁকায় বল পেয়ে যান আলী হোসেন। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। আলী হোসেনের নেয়া ডান পায়ের শট বারের উপর দিয়ে বাইরে যায়।
এর ১ মিনিট পরই একই সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করতে পারেননি মোহামেডানের মিঠুন। এ সময় বিপলুর কাছ থেকে বল পেয়ে ছোট ডি-র ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন মিঠুন।তার নেয়া শট বার ঘেঁষে বাইরে যায়।
৩৪ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। মোহামেডান তাদের গোলরক্ষকের ভুলের মাশুলে প্রথম গোলটি হজম করে। এ সময় মোহামেডানের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন বল ধরে তার দলের রক্ষণভাগের খেলোয়াড়কে লক্ষ্য করে বল ছুড়ে দেন। কিন্তু ডি বক্সের সামান্য বাইরে থাকা শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় নূরুল আবছার বল ধরে কালকিলম্ব না করে ডান পায়ের কোনাকুনি শটে মোহামেডানের জালে বল পাঠান (১-০)।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে মোহামেডানের ইমরুল হাসানের নেয়া শট শেখ জামালের গোলরক্ষক মিতুল হোসেন জটলার মধ্য থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিলে গোলের দেখা পায়নি মোহামেডান। ফলে প্রথমার্ধে নুরুল আবছারের গোলে ১-০তে এগিয়ে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে গোল পরিশোধ করে মোহামেডান। খেলার ৫৭ মিনিটে বাম প্রান্ত থেকে মিঠুনের নেয়া ফ্রি কিকে জাহিদ হাসান এমিলির দর্শনীয় হেড শেখ জামালের জাল স্পর্শ করে (১-১)। সেইসাথে উল্লাসে ফেটে পড়ে খেলা দেখতে আসা মোহামেডানের কয়েকশ’ সমর্থক।
বাকি সময় দুই দল গোলের চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে