-
শেখ জামালকে হারিয়ে দ্বিতীয় স্থানে শাইনপুকুর
March 8th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৮ মার্চ: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৮ উইকেটে বিধ্বস্ত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ফলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর। অপরদিকে সমসংখ্যক খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শেখ জামাল।
২৬৩ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সাদমান ইসলামের হার না মানা ১৪৪ রানের সুবাদে ৩ বল বাকি থাকতেই ২ উইকেটে ২৬৩ রান স্কোরবোর্ডে জমা করে শাইনপুকুর। ফলে শেখ জামালকে ৮ উইকেটে পরাজিত করে তারা।
উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও ফারদিন হাসান অনি ৯৫ রানের পার্টনারশিপ গড়ে দারুণ সূচনা এনে দেন। ফারদিন হাসান অনি ৩৮ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে সাদমান ইসলাম ও উদে কাউল ৪৭ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হন। উদে কাউল আউট হন ব্যক্তিগত ১৩ রানে।
এরপর সাদমান ইসলাম ও তৌফিক হৃদয় আর কোনো উইকেটের পতন হতে দেননি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ১২১ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলের জন্য নিশ্চিত করে মাঠ ছাড়েন। সাদমান ইসলাম ১৪৭ বল মোকাবেলা ৯ চার ও ২ ছক্কায় ১৪৪ রানে অপরাজিত থাকেন। তৌহিদ হৃদয় ৫৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের সাদমান ইসলাম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে