-
শেষ টি-২০ ম্যাচ মিস করবেন বাটলার
September 7th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সাউদাম্পটন, ৭ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি-২০ জিতে সিরিজ ইতোমধ্যে পকেটস্থ করেছে ইংল্যান্ড। টানা দুই ম্যাচেই জয়ে বড় ভূমিকা ছিলো ওপেনার জস বাটলারের। প্রথম ম্যাচে ৪৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ রানের ঝলমলে ইনিংসে সিরিজ জয়ে বিশেষ ভূমিকা রাখেন জস বাটলার।
কিন্তু তৃতীয় টি-২০ ম্যাচে বাটলারকে মিস করবেন তার ভক্ত-সমর্থকরা। ওই ম্যাচে খেলা হচ্ছে না বাটলারের। পারিবারিক কারণে তৃতীয় ম্যাচে খেলছেন না জস বাটলার।
তৃতীয় টি-২০ ম্যাচ না খেললেও আগামি ১১ সেপ্টেম্বর শুক্রবার ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে মাঠে নামবেন বাটলার।
বাটলারের অনুপস্থিতিতে ওপেনিংয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন টম ব্যান্টন। প্রথম দুই ম্যাচে মিডলঅর্ডারে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন টম ব্যান্টন। প্রথমটিতে ৮ রান করলেও দ্বিতীয় ম্যাচে করেন মাত্র ২ রান।
এছাড়া দ্বিতীয় ম্যাচে আঙুলে আঘাত পাওয়ায় শেষ ম্যাচে নাও খেলতে দেখা যেতে পারে অধিনায়ক ইয়ন মরগানকে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে