-
শ্রীলংকাকে হারিয়ে এসএ গেমসে নারী ক্রিকেট দলের শুভ সূচনা
December 3rd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
পোখারা (নেপাল), ৩ ডিসেম্বর: এসএ গেমসে শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল শুভ সূচনা করেছে। আজ পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শ্রীংকাকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।
শ্রীলংকার করা ১২২ রানের জবাবে বাংলাদেশ ৯ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১২৬ রান স্কোরবোর্ডে জমা করে। ফলে ৭ উইকেটে শ্রীলংকাকে পরাজিত করে এসএ গেমসে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
১২৩ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ৮ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে আয়শা রহমান ও সানজিদা ইসলাম ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। আয়শা রহমান ২৯ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ২১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৬ রান করেন নিগার সুলতানা।
এরপর চতুর্থ উইকেটে সানজিদা ইসলাম ও ফারজানা হক ২৭ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়লে ৯ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১২৬ রান করে জয়ের বন্দরে ভিড়ে বাংলাদেশ। সানজিদা ইসলাম ৪৫ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে। ফারজানা হক ১৮ বলে ১ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৩ রানে।
এর টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে শ্রীলংকা। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে থিমাসিনির ব্যাট থেকে। এছাড়া মাধবীর ৩৩ রান উল্লেখযোগ্য।
বাংলাদেশের বোলার নাহিদা আক্তার ৩২ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। জাহানারা আলম নেন ১ উইকেট।
ম্যাচসেরা হন বিজয়ী দলের সানজিদা ইসলাম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে