-
শ্রীলংকা সফর শেষ মাশরাফির, অধিনায়ক তামিম ইকবাল
July 20th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ জুলাই: হ্যামস্ট্রিং ইনজুরিতে শ্রীলংকা সফরে দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মাশরাফি।
মাশরাফি না থাকায় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী জানান, গতকাল অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফি। ইনজুরি কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে জানান তিনি। এরফলে এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে মাশরাফিকে।
মাশরাফি ছাড়াও দল থেকে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনও। এদের বদলে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার ফরহাদ রেজার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শ্রীলংকা সফরে আগামী ২৮, ২৮ ও ৩১ জুলাই লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে