-
ষষ্ঠ জয় পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্স
March 18th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ মার্চ: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ তারা ৪ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে।
প্রাইম দোলেশ্বরের করা ১৮৬ রানের জবাবে ৩৮.৫ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান স্কোরবোর্ডে জমা করে গাজী গ্রুপ। ফলে ৪ উইকেটে জিতে যায় তারা। গাজী গ্রুপের মেহেদি হাসান সর্বোচ্চ ৫৯ রান করেন ৫৩ বল মোকাবেলায়। এছাড়া ফুয়াদ ালম ৪৬ ও জাকির আলী করেন অপ: ৩১ রান।
প্রাইম দোলেশ্বরের জোহেইন খান ৩৪ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৬ রান করে প্রাইম দোলেশ্বর। ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। এছাড়া মার্শাল আইয়ুব ২৮, ইমতিয়াজ হোসেন ২৪ রান করেন।
গাজী গ্রুপের বোলারদের মধ্যে ফুয়াদ আলম তিনটি ও টিপু সুলতান নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন গাজী গ্রুপের মেহেদি হাসান।
এ ম্যাচ জয়ের ফলে ১১ খেলায় ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গাজী গ্রুপ। অপরদিকে এ ম্যাচ হেরে যাওয়ায় ১১ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে