-
সপ্তম জয়ে দ্বিতীয় স্থানে রূপগঞ্জ
March 16th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সাভার, ১৬ মার্চ: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে লিজেন্ড অব রূপগঞ্জ। আজ তারা ৭ উইকেটে পরাজিত করেছে ব্রাদার্স ইউনিয়নকে।
ব্রাদার্সের করা ১৭৮ রানের জবাবে ওপেনার আবদুল মজিদের ৯৪ রানের ওপর ভর করে ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে রূপগঞ্জ। ফলে ৭ উইকেটে জিতে যায় তারা। আবদুল মজিদ ছাড়াও অধিনায়ক নাইম ইসলাম ৩৬ ও মোহাম্মদ নাইম ৩২ রান করেন।
ম্যাচসেরা হন রূপগঞ্জের হয়ে ২৩ রান খরচায় ৪ উইকেট নেয়া আসিফ হাসান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জের দুই বোলার আসিফ হাসান ও মোহাম্মদ শহীদের মারাত্মক বোলিংয়ে ৪৮.১ ওভারে ১৭৮ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমান ৫৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৩ রান করে আউট হন। এছাড়া দেবব্রত দাস ৩১, জুনায়েদ সিদ্দিকী ২৬ ও অধিনায়ক অলক কাপালি ২০ রান করেন।
লিজেন্ড অব রূপগঞ্জের আসিফ হাসান ও মো: শহীদ চারটি করে উইকেট নেন। এছাড়া পারভেজ রসুল নেন ২ উইকেট।
এ ম্যাচ হেরে যাওয়ায় ব্রাদার্সের সংগ্রহ ১০ খেলায় ৮ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে