-
সবার আগে যুব বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
January 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লিংকন, ১৫ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গ্রুপ ‘সি’তে থাকা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে পরাজিত করে দুই খেলায় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের শতরানের ওপর ভর করে ৮ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশ। হৃদয় ছাড়াও আফিফ হোসেন ৫০ এবং মোহাম্মদ নাইম ৪৭ রান করেন।
কানাডার ফয়সাল জামখান্দি একাই শিকার করেন ৫ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৯৮ রানে কানাডার ইনিংস গুটিয়ে গেলে ৬৬ রানে জিতে যায় বাংলাদেশের যুবারা।
কানাডার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন আরসলান খান। এছাড়া প্রনব শর্মার ৩৪ এবং নারিসের ২৬ রান উল্লেখযোগ্য।
বাংলাদেশের ডানহাতি স্পিনার আফিফ হোসেন একাই শিকার করেন ৫ উইকেট। হাসান মাহমুদ নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন বাংলাদেশের আফিফ হোসেন।
আগামী ১৮ জানুয়ারি কুইন্সটাউনে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে