-
সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক, মুস্তাফিজ তৃতীয়
July 16th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লর্ডস (লন্ডন), ১৫ জুলাই: দ্বাদশ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ১০ ইনিংসে ৫০২ রান খরচায় ২৭ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ডও গড়েছেন স্টার্ক। এর আগে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকারের রেকর্ডটি ছিল স্টার্কের স্বদেশী গ্লেন ম্যাকগ্রার।
২১টি উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন। ২০টি করে উইকেট নিয়ে তৃতীয়স্থানে যৌথভাবে আছেন মুস্তাফিজুর রহমান ও ইংল্যান্ডের জোফরা আর্চার।
দ্বাদশ বিশ্বকাপের শীর্ষ উইকেটশিকারি পাঁচ বোলার:
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৭ উইকেট
লুকি ফার্গুসন (নিউজিল্যান্ড)- ২১ উইকেট
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ২০ উইকেট
জোফরা আর্চার (ইংল্যান্ড)- ২০ উইকেট
জসপ্রিত বুমরাহ (ভারত)- ১৮ উইকেট
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে