-
সহজ জয় ঠাকুরগাঁও জেলার
July 14th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ জুলাই: জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহী জেলার বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। এছাড়া আবারো ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা। আজ রোববার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে মাগুরা জেলার সঙ্গে।
‘ক’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত মাগুরার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। ৪১ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এ সময় মাগুরার রিপা আক্তার গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাগুরা। অবশ্য বিরতির পর ৬৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় টাঙ্গাইল। এ সময় গোলটি করেন টাঙ্গাইলের ঝুমুর আক্তার। বাকি সময়ে অবশ্য এই সমতা আর কেউ ভাঙতে পারেনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাঙ্গাইল ১-১ গোলে ড্র করেছিল ঠাকুরগাঁও জেলার সঙ্গে। শেষ ম্যাচে টাঙ্গাইল মঙ্গলবার রাজশাহী জেলার মুখোমুখি হবে।
এদিকে ঠাকুরগাঁও এর ৪-০ ব্যবধানের জয়ে একটি করে গোল করেছেন জাহানার বেগম (১০ মি.), নাইরু দেবী (২০ মি.), সঞ্চিতা আক্তার (২৯ মি.) ও লাবন্য রায় (৩০ মি.)। ঠাকুরগাঁও মঙ্গলবার শেষ ম্যাচে মাগুরার মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে