-
সাউথ এশিয়ান অনূর্ধ্ব-২১ রিজিওনাল ব্যাডমিন্টনের শুরুতেই বাংলাদেশের সাফল্য
October 6th, 2019
ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৬ অক্টোবর: গতকাল ৫ অক্টোবর থেকে মালদ্বীপের আড্ডু সিটিতে শুরু হয়েছে সাউথ এশিয়ান অনূর্ধ্ব-২১ রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
উক্ত প্রতিযোগিতার শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ ব্যাডমিন্টন দল। মিশ্র টীম ইভেন্টের প্রথম খেলায় বাংলাদেশের গৌরভ সিংহ ২১-১৮, ১৮-২১, ২১-১৫ পয়েন্টে স্বাগতিক মালদ্বীপের আহমেদ নিবালকে পরাজিত করেছে।
দ্বিতীয় খেলায় বাংলাদেশের উর্মি আক্তার ১৪-২১, ১০-২১ পয়েন্টের ব্যবধানে মালদ্বীপের ফাতিমাহ’র কাছে হেরে যায়।
তৃতীয় খেলায় বাংলাদেশের লোকমান/সিগাত উল্লাহ জুটি ২১-৯, ২১-১৬ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আকি/আহমেদ শিফাউ জুটিকে পরাজিত করে।
চতুর্থ খেলায় বাংলাদেশর গৌরব সিংহ/উর্মি উক্তার জুটি ২১-১৯, ২১-৭ পয়েন্টে মালদ্বীপের আহমেদ নিবাল/আমিনাথ নাবিহা আহমেদ রাজ্জাককে জুটিকে পরাজিত করেছে। উক্ত টীম ইভেন্টে বাংলাদেশ ৩-২ সেটে মালদ্বীপকে পরাজিত করে। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে