-
সাউথ এশিয়ান আরচ্যারি শুরু
March 24th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ২৪ মার্চ :‘দি ব্লেজার বিডি বিকেএসপি তৃতীয় সাউথ এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশীপস-২০১৮’ বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শনিবার বিকেএসপিতে শুরু হয়েছে।চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও স্পন্সর প্রতিষ্ঠান দি ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এ সময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান আরচ্যারি দল ঢাকা পৌঁছেছে।
স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণকারী দক্ষিণ এশিয়ার ৫টি দেশ চ্যাম্পিয়নশিপসের কোয়ালিফিকেশন রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ