শিরোনাম
শীর্ষে উঠে এলো জাভেদ, চঞ্চল ও নাসিম... স্মিথ-ওয়ার্নারকে পুরনো রূপে দেখতে চান ল্যাঙ্গার... বিজিএমই কাপ ফুটবল... অভিষেকেই এম্বুলডেনিয়ার পাঁচ উইকেট... চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল... বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের... ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল... বল করাটা উপভোগ করছেন স্টেইন... মেসি-কুটিনহোকে নিয়ে উভয় সঙ্কটে বার্সা কোচ ভালভার্দে... এককভাবে শীর্ষে উঠে এলেন আমিনুল...
-
সাকিবের ২ উইকেট
April 14th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলকাতা, ১৪ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ কলকাতার ইডেন গার্ডেনে খেলতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বোলার সাকিব আল হাসান ২ উইকেট শিকার করেছেন। ৪ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট নিজের ঝুলিতে নেন সাকিব।
সাকিব আজ প্রথম দুই ওভারে ৭ রান দিলেও কোনো উইকেট পাননি। তৃতীয় ওভারের চতুর্থ বলে সুনীল নারাইনকে মিডউইকেটে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত করেন। নারাইন ৯ রানের বেশি এগুতে পারেননি।
এরপর চতুর্থ ওভারের দ্বিতীয় ওভারে ক্রিস লিনকে নিজের বলে নিজেই ক্যাচ নিলে দ্বিতীয় উইকেট শিকার করেন সাকিব। ক্রিস লিন ৪৯ রানে আউট হন। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি লিন।
আজ ২ উইকেট শিকার করায় ৩ ম্যাচে সাকিবের উইকেট শিকার সংখ্যা ৫।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে