-
সাফে আবারও ফাইনালে যেতে ব্যর্থ পাকিস্তান
September 13th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে যেতে ব্যর্থ হলো পাকিস্তান। গত ১১ আসরে অংশ নিয়ে ৪ বার সেমিফাইনাল খেললেও একবারও ফাইনালে যেতে পারেনি তারা।
এবার ১২তম আসরের সেমিফাইনালে উঠে আবারও ফাইনালে যেতে ব্যর্থ হলো পাকিস্তান। গতকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে সাতবারের চ্যাম্পিয়ন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে।
প্রথমার্ধে ভারতকে ঠেকিয়ে রাখলেও, দ্বিতীয়ার্ধে ভারতের মুহুর্মুহু আক্রমণে ভেঙে পড়ে পাকিস্তানের রক্ষণদুর্গ। দ্বিতীয়ার্ধে একে একে তিন গোল হজম করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। শেষদিকে অবশ্য পাক স্ট্রাইকার হাসান নাভেদ বশির একটি গোল শোধ করেন।
গ্রুপ পর্বে ‘এ’তে থাকা পাকিস্তান তাদের প্রথম খেলায় শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে। দ্বিতীয় খেলায় বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে গেলেও তৃতীয় খেলায় ভুটানকে ৩-০ গোলে বিধ্বস্ত করে। ফলে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকায় বাংলাদেশকে পেছনে ফেলে সেমিফাইনালে পৌঁছে পাকিস্তান।
সাফে পাকিস্তানের সেরা সাফল্য বলতে ১৯৯৭ সালে তৃতীয় স্থান অর্জন। সেবার তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয় পাকিস্তান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে