-
সাফ অনূর্ধ্ব-১৫ ও নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত
September 13th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় সার্কভুক্ত ৭টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৫ (পুরুষ) ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা নেপালে অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ১৭ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮’র খেলা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে উক্ত দু’টি প্রতিযোগিতার ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
দুটি প্রতিযোগিতায়ই বাংলাদেশ গ্রুপ ‘এ’তে পড়েছে। সাফ অনূর্ধ্ব-১৫ (পুরুষ)তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপ পর্বে লড়বে নেপাল, ভুটান ও পাকিস্তানের।
উক্ত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সদস্য মোঃ আমিরুল ইসলাম বাবু, ভুটান ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মিন্দু দর্জি এবং বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে নেপালে হওয়ার সম্ভাবনা আছে। এ মাসেই ভেন্যু চূড়ান্ত হবে। ভেন্যু চূড়ান্ত হওয়ার পর খেলার সূচি ঠিক করা হবে।
সাফ অনূর্ধ্ব-১৫ (পুরুষ) ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের দলগুলো নিম্নরূপ:
গ্রুপ-এ: বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।
গ্রুপ-বি: ভারত, ভুটান ও শ্রীলংকা।
সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের দলগুলো হলো:
গ্রুপ-এ: বাংলাদেশ, নেপাল, ভুটান ও পাকিস্তান।
গ্রুপ-বি: ভারত, মালদ্বীপ ও শ্রীলংকা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে