-
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল
August 29th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কল্যাণী (পশ্চিমবঙ্গ), ২৯ আগস্ট: সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে হিমালয়কন্যা নেপাল। আজ গ্রু পর্বে নিজেদের শেষ খেলায় ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে। এর আগে স্বাগতিক ভারত টানা তিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়।
প্রথম খেলায় ভারতের কাছে ০-৫ গোলে হারলেও টানা তিন ম্যাচ জয়ে ফাইনালে পা রাখে নেপাল। নেপাল দ্বিতীয় খেলায় শ্রীলংকাকে ২-০ গোলে, বাংলাদেশকে ৪-১ গোলে এবং আজ ভুটানকে ৫-০ গোলে পরাজিত করে। ফলে ৪ খেলায় ৯ পয়েন্ট সংগ্রহে রানার্স আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আজ পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে নেপাল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো। নেপালের পক্ষে অধিনায়ক প্রদীপ লামসাল একাই করেন দুই গোল। এছাড়া নিরাজান খাতরি, অসীম রায় ও ক্রিস সাপকোতা একটি করে গোল করেন।
আজ দ্বিতীয় খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও ফাইনালে যেতে পারবে না। ফলে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে গত আসরের শিরোপাধারীদের।
আগামি ৩১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে