-
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ শুরু
September 28th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: আজ থেকে ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে সার্কভুক্ত ৬টি দেশ অংশগ্রহণ করছে। ৭টি দেশ অংশগ্রহণ করার কথা থাকলেও দ্বীপরাষ্ট্র শ্রীলংকা নাম প্রত্যাহার করে নেয়ায় অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে।
৬টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৫ অক্টোবর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। ৭ অক্টোবর তৃতীয়/চতুর্থ স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-এ: ভারত, ভুটান ও মালদ্বীপ।
গ্রুপ-বি: বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল।
খেলার সূচি:
২৮ সেপ্টেম্বর
ভারত-ভুটান, বিকেল ৪.০০টা
নেপাল-পাকিস্তান, সন্ধ্যা ৭.০০টা
৩০ সেপ্টেম্বর
ভুটান-মালদ্বীপ, বিকেল ৪.০০টা
বাংলাদেশ-পাকিস্তান, সন্ধ্যা ৭.০০টা
০২ অক্টোবর
ভারত-মালদ্বীপ, বিকেল ৪.০০টা
বাংলাদেশ-নেপাল, সন্ধ্যা ৭.০০টা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে