শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের সেমিতে ভারত ও ভুটান
September 30th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
থিম্পু (ভুটান), ৩০ সেপ্টেম্বর: সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও স্বাগতিক ভুটান।
আজ ভুটানের থিম্পুতে স্বাগতিক ভুটান গ্রুপ ‘এ’ নিজেদের দ্বিতীয় খেলায় ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। এর ফলে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে সেমির টিকিট নিশ্চিত হয় ভুটানের।
অপরদিকে প্রথম খেলায় একই গ্রুপের ভারত ৪-০ গোলে ভুটানকে পরাজিত করায় তাদেরও পয়েন্ট ৩। ফলে সেমিফাইনাল নিশ্চিত হয় ভারতেরও।
আগামী ২ অক্টোবর এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে