-
সাবেক ফুটবলার রজনী’র পিতার জীবনাবসান, বাফুফের শোক
July 5th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৫ জুলাই: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ সাবেক সহকারী প্রশিক্ষক রজনী কান্ত বর্মণ এর পিতা রাধা কান্ত বর্মণ অদ্য বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে (ফুলবাড়ি ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাফুফের শোক
রাধা কান্ত বর্মণ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বাফুফে এক শোক বার্তায় সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে